How we are busy all day. Forgetting the fatigue of the day, I want to give myself a little different time. I want to spend some time alone in my own way. And we have been present in front of you. Let us all do some part of our time to cut. Your happiness, sorrow, laughter, and not sharing tears. We do not want to know anything about your mind, anger, grief, pain, pain, everything that is in the heart. This group is ours for you. Share the words you did not share with us. We want to know those things. We will listen to all the love or affection that we have in the world. In your love we want to float, we also cry for your sorrow. We do not want to be found with all the colors of love. Want to build love zone lovestasion.blogspot.com family We would like to cooperate with you.
আমরা সারাদিন কতভাবে ব্যস্ত থাকি। সারাদিনের ক্লান্তি ভুলে নিজেকে একটু অন্যভাবে সময় দিতে চাই। একান্তে কিছুটা সময় কাটাতে চাই নিজের মতো করে। আর আপনাদের কথা ভেবেই আপনাদের সামনে হাজির হয়েছি আমরা। আসুন আমরা সবাই মিলে কিছুটা সময় নিজের মতো করে কাটাই। আপনাদের সুখ, দুঃখ, হাসি, কান্না গুলো ভাগাভাগি করে নেই। আপনাদের মনের যত না বলা কথা, রাগ, অভিমান, কষ্ট, বেদনা সব কিছুই যেগুলো জমে আছে হৃদয় গহীনে সেগুলো আমরা জানতে চাই। আপনাদের জন্যই আমাদের এই গ্রুপ। আপনাদের না বলা কথাগুলো আমাদের সাথে শেয়ার করুন। আমরা জানতে চাই সেগুলো। পৃথিবীতে যত ভালোবাসা আছে প্রকাশিত বা অপ্রকাশিত সব কিছুই আমরা শুনবো আপনাদের কাছে। আপনাদের ভালোবাসাতে আমরা ভাসতে চাই, আপনাদের দুঃখে আমরাও কাঁদতে চাই। পাওয়া না পাওয়া ভালোবাসার সব রঙ দিয়ে রাঙাতে চাই আমাদের এই গ্রুপটি।। গড়তে চাই lovestasion.blogspot.comপরিবার। আপনাদের সহযোগিতা আমাদের কাম্য।
ধন্যবাদ
lovestasion.blogspot.com
0 Comments